নীলফামারীর ডোমারে ৮৩ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন, ইউনিয়ন পরিষদ জামে মসজিদের মেরামত কাজ পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হরিণচড়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠন আলোচনা সভার আয়োজন করেন।
গেলো বৃহষ্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়ন পরিষদ চত্তর, বাবুর ডাঙ্গা এলাকায় নির্মাণ কাজের উদ্বোধন করেন নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হরিণচড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক রাসেল রানা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী, উপজেলা প্রকৌশলী মোস্তাক আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কার্নিজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শহিদ আহমেদ শান্তু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খয়রুল আলম প্রমুখ। এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মানিক উপস্থিত ছিলেন।
রাস্তা নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান রিয়া কন্ট্রাকশন এর প্রোপাইটর রেজাউল ইসলাম জানান, প্রায় ৮৩ লাখ টাকা ব্যয়ে বাবুর ডাঙ্গা হতে পিপড়ার বাজার পর্যন্ত এক হাজার মিটার রাস্তার কাজ করা হবে। এবং পাঁচ লক্ষ টাকা ব্যয়ে পরিষদ কমপ্লেক্স সংলগ্ন মসজিদের মেরামত কাজ করা হচ্ছে।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান