মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ সুরে সুর মিলিয়ে নতুন বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখকে স্বাগত জানিয়ে বরণ করে নিলো বাঙালিরা। বৈশাখের প্রথম দিন বাঙালির প্রাণের উৎসব ‘বাংলা নববর্ষ–১৪২৯’ উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।
গত বৃহস্পতিবার সকাল ১০টায় ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে আত্মপরিচয়ে একাত্ম হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। নবীন, প্রবীণ অসাম্প্রদায়িক মনোবৃত্তির মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনজুরুল হক চৌধুরী, উপজেলা কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ্ কামাল পাখী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সাধারণ সম্পাদক মো. আনজারুল হক, উপজেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি জাবেদুল ইসলাম সানবীম, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গণেশ কুমার আগরওয়ালা, পৌর শাখা কালের কণ্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক আরমিন আক্তার জাহান প্রমূখ।
উল্লেখ্য, গত দু’বছর করোনা মহামারীর বিধিনিষেধ থাকার কারণে পালন করা না হলেও এবার পবিত্র রমজান মাসে উদযাপন সীমিত করা হয়েছে। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যতিরেকে রচনা প্রতিযোগিতা ও আবৃত্তির আয়োজন রেখেছে উপজেলা প্রশাসন।