মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে যে যার দলকে সমর্থন করে বিভিন্ন ব্যানার ও পতাকা বানিয়ে নিজ নিজ বাড়িতে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে নিজের পছন্দের টিমের পতাকা উত্তোলন করছেন। এরই ধারাবাহিকতায় নীলফামারীর ডোমার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বাবু ইসলাম নামের এক যুবক তার নিজ বাড়ির ঘরের চালসহ বেড়ায় নীল এবং সাদার আবরণে আর্জেন্টিনার পতাকার আলপনা একে এলাকায় নজির স্থাপন করেছেন। প্রতিদিন বিভিন্ন এলাকার ফুটবলপ্রেমী মানুষেরা ছুটে আসছেন বাড়িটি একনজর দেখার জন্য। ইতিমধ্যেই বাবু ইসলামের বাড়িটি আর্জেটিনার বাড়ি বলে পরিচিতি লাভ করেছে।
শনিবার ১৯ নভেম্বর ডোমার পৌর এলাকার ৭নং ওয়ার্ড চিকনমাটি ঢুষাপাড়া এশিয়ান হাইওয়ে সংলগ্ন এলাকায় অবস্থিত আর্জেন্টিনার পতাকা খ্যাত বাবু ইসলামের বসতবাড়ি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তার বাড়ির প্রধান ফটকসহ বসতঘরের টিনে নীল-সাদা রং দিয়ে আর্জেন্টিনার পতাকা এঁকেছেন তিনি। বিভিন্ন এলাকা থেকে এশিয়ান হাইওয়েতে ঘুরতে আসা দর্শনার্থীরা প্রতিদিন তার বাড়ির দিকে একবার হলেও নজর ফেলছেন।
বাবু ইসলাম পেশায় একজন ট্রাক্টর চালক, ফুটবলে তার প্রিয় দল আর্জেটিনার প্রতি এমন ভালোবাসা ও আবেগের বহৃিপ্রকাশ দেখে সমাজের বিভিন্ন মহল থেকে সুনাম অর্জনসহ সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
এবিষয়ে ফুটবল প্রেমী ‘আর্জেন্টিনার পতাকা বেষ্টিত বাড়ির মালিক বাবু ইসলাম বলেন, আমি ছোটবেলা থেকেই ফুটবলে প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন করে এসেছি। যেহেতু বিশ্বকাপ ফুটবল খেলা এসে গেছে, তাই আমার প্রিয় দলের সমর্থনে বাড়ির টিনের বেড়া ও প্রধান ফটকে রং দিয়ে আর্জেন্টিনার পতাকা এঁকেছি। হয়তোবা লিওনেল মেসি কিংবা তার দল বা সেদেশের কেউ আমার বাড়িটি দেখতে পারবে না, কিন্তু তাদের প্রতি যে আমার ভালোবাসা রয়েছে তারই বহিঃপ্রকাশ হিসেবে সামান্য একটু আল্পনার ছোঁয়ায় বাড়িটিকে সাজিয়েছি মাত্র। পরিশেষে তিনি বলেন আর্জেন্টিনা দলের প্রতি আমার ভালোবাসা আজীবন অটুট থাকবে।