গত সোমবার ২৮ অক্টোবর নীলফামারী জেলার ডোমার উপজেলার বাটার মোড়ে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস পালিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর খন্দকার আহমেদুল হক মানিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এ সময় উপজেলা জামায়াতের সাবেক আমীর সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বক্তব্যে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, ২০০৬ সালের ভয়াল ২৮ অক্টোবরে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্মমভাবে জামায়াত-শিবিরের ১৮ জন নেতাকর্মীকে হত্যা করেই ক্ষান্ত হননি। তারা মৃত্যু ব্যক্তির উপর নৃত্য করে উল্লাস করেছিল। ২৮ অক্টোবর হত্যার সাথে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।
তিনি আরো বলেন,আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই, আওয়ামী লীগ শুধু জামায়াতকে হত্যা করেই ক্ষান্ত হননি তারা বিশ্বজিৎকে প্রকাশ্য দিবালোকে হত্যা করে উল্লাস করেছিল। এ সময়,জামায়াতের পৌর সভাপতি নুর কামাল, সেক্রেটারী সোহেল রানা, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য আবু বক্করসহ জামায়াত ও অঙ্গসংগঠনের নেতার্মীরা জনসভায় বক্তব্য রাখেন।
উল্লেখিত, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ময়দানে জামায়াত-শিবির নেতা কর্মীদের উপর আওয়ামীলীগের নেতাকর্মীরা লগি-বৈঠা নিয়ে বর্বরচিত হামলা চালায়। এতে অন্তত জামায়াত শিবিরের ১৪ জন শহীদ হন। পাশাপশি শতশত নেতা-কর্মী আহত হন।
এর আগে ডোমার হাইস্কুল মাঠ থেকে ডোমার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে বিশাল মিছিল ডোমারের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনসমাবেশে মিলিত হন।
আজ ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৯শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:৩৬ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি