মোঃ মোশফিকুর ইসলাম (চিলাহাটি-নীলফামারী) প্রতিনিধি: মরন ব্যাধী করোনা ভাইরাসের প্রভাবে সারাবিশ্বে সৃষ্টি হয়েছে মৃত্যুর মিছিল। এই ভয়ানক থাবা থেকে রক্ষা পাননি বাংলাদেশও। বাংলাদেশের মানুষের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষার জন্য সরকারী নির্দেশে সারা দেশে চলছে অঘোষিত লকডাউন।
দেশের এই বিরজমান অবস্থায় অসহায় খেটে খাওয়া মানুষের বিপদের শেষ নেই। এক দিকে তারা ঘরবন্ধী অপরদিকে ভোগছেন নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের সংকটে। এই ক্লান্তিকাল মহূর্তে কর্মহীন অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন নীলফামারী ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ।
করোনা ভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন, দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান কার্যক্রম শুরু করেন উপজেলার জোড়াবাড়ী ও ভোগডাবুড়ী ইউনিয়নের মানুষের মাঝে।
রবিবার(১২এপ্রিল) দিনব্যাপী উপজেলার জোড়াবাড়ী ও ভোগডাবুড়ী ইউনিয়নের বিভিন্ন হাট বাজার ,গ্রাম-গঞ্জে, পাড়া মহলায় গিয়ে কর্মহীন, অসহায় হতদরিদ্র মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম,সাধারন সম্পাদক এহেতেশামুল হক, চিলাহাটী পুলিশ কেন্দ্রের আইসি নুরুল ইসলাম, ভোগডাবুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাশেদুল ইসলাম ফিলিপ, সাধারন সম্পাদক প্রভাষক হাফিজুর রহমান বকুল, ভোগডাবুড়ী ইউনিয়ন চেয়ারম্যান একরামুল হক, ইউনিয়ন যুবলীগের সভাপতি একেএম জাহাঙ্গীর বসুনীয়া রাসেল,সাধারন সম্পাদক লুৎফর রহমান লিটু, আওয়ামীলীগ নেতা তারিক আকরাম তপন, জাকির হোসেন রাজা, সহিদুল হোসেন লিটন প্রমূখ।
তোফায়েল আহমেদ বলেন, উপজেলার ভ্যানশ্রমিক, শ্রমজীবী মানুষ, হোটেল শ্রমিকসহ যারা দুঃস্থ অসহায় তাদেরকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব ও ঘরে থাকতে উদ্বদ্ধকরণে উপজেলার অনেক কর্মজীবী মানুষ হয়েপড়ে কর্মহীন।
অসহায় কর্মহীনদের আমার সাম্যর্থ অনুযায়ী খাদ্য সহায়তা প্রদান শুরু করেছি। আগামী কয়েকদিনের মধ্যে প্রত্যেকটি ইউনিয়নের অসহায় মানুষদের বাড়ী বাড়ী ও বিভিন্ন্ হাটবাজারে খাদ্যসামগ্রী সহায়তা পৌঁছে দিবো।