১০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের একটি অভিযানিক দল। (৪ জানুয়ারী) বুধবার বিকেলে নীলফামারী-জলঢাকা সড়কের বাদিয়ার মোড় নামক স্থানে ব্যাটারি চালিত একটি অটোরিকসায় অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দইখাওয়া ইউনিয়নের দক্ষিণ গোতামারী এলাকার মনজুর আলমের স্ত্রী মমিনা খাতুন (২৭) ও মনজুর আলমের ছেলে আব্দুল খালেক (১৮)।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক(এসআই) শফিয়ার রহমান বাদী হয়ে নীলফামারী থানায় একটি মামলা করেছেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফ উদ্দিন জানান, অটোরিকসার পিছনের সিটে বসে আসছিলেন তারা। ট্রাভেল ব্যাগের ভেতর থেকে এক’শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তারা নীলফামারীতে আসছিলো হাতিবান্ধা থেকে। তিনি বলেন, গ্রেফতার দু’জন মা ও সৎ ছেলে।
ডিবিএন/ডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান