মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারী : নীলফামারীর সদরের পঞ্চপুকুর ও ইটাখোলা ইউনিয়নের যমুনেশ্বরী নদী ছিলো দুই ইউনিয়নের লোকজনের চলাচলের দুঃখ বলে অবিহিত করা হতো। ২০ হাজার লোকজন নানান পথ দিয়ে যাতায়াত করতো প্রতিদিন প্রায় ৫০ বছর ধরে, এই দুঃখ সয়ে আসছে, এখানকার মানুষ।
সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে ৮০ মিটার সেতুর কার্যক্রম এলজিইডি’র তত্বাবধানে নির্মিত হবে। সেই উপলক্ষে,
দীর্ঘ দিনের আশা বাস্তবে পুরনে, ১৭ অক্টোবর দুপুরে নীলফামারীর সদরের পঞ্চপুকুর ইউনিয়নে, নীলফামারী – ২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর ভিত্তি প্রস্তর স্থাপন এবং পার্শবর্তী কানিয়াল খাতা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করে এক আলোচনা সভায় মিলিত হয়।
সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদের সভাপতিত্বে ও পঞ্চপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারীর সাংসদ আসাদুজ্জামান নূর এমপি।
উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইটাখোলা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রশিদ মন্জু,জেলা তাতী লিগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, নীলফামারী এলজিইডি সিনিয়র প্রকৌশলী সাইফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোসফিকুল ইসলাম রিন্টু, নীলফামারী উপজেলার ভাইস-চেয়ারম্যান দিপক চক্রবর্তী, কানিয়ালখাতা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিহ্মক বাবু সুভাষ চন্দ্র রায়, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিহ্মক মোশারফ হোসেন সহ অত্র বিদ্যালয়ের সকল শিহ্মক-শিহ্মিকা গন।