নীলফামারীতে ১৬ ডিসেম্বর ২০২৪ যথাযথ মর্যাদায় ৫৪ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর ছোবল থেকে মুক্ত হয়েছিল প্রিয় মাতৃভূমি। সমাপ্তি ঘটেছিল বাঙালির ওপর চালানো পাকিস্তানি হানাদারদের নৃশংস নিধনযজ্ঞ। ফলে এই দিনটি বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের অস্তিত্ব জানান দেওয়ার দিন।সারা বাংলাদেশে এই দিনে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়।
সারা দেশের ন্যায় নীলফামারীতেও দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উদযাপনে প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবস কর্মসূচির সূচনা করা হয়।
মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি স্বাধীনতা স্মৃতি অম্লান স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী প্রেসক্লাব, জেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এনজিও ফেডারেশন সহ স্কুল,কলেজ, মাদ্রাসা, সাংস্কৃতিক ও বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলি শেষে শহিদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে পোষ্টার ও পুস্তক প্রদর্শণী, শহরের বড়মাঠে বিজয় মেলা, হাসপাতাল, জেলা কারাগার, শিশু পরিবারে উন্নত মানের খাবার পরিবেশন এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছিল।
তাছাড়া নীলফামারী জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সৈয়দপুর উপজেলা সহ সর্বত্র জেলার সর্বত্র দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।
আজ ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১১:২০ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি