নীলফামারীতে দিনদিন শীতের তীব্রতা বাড়ছে। কমতে থাকা তাপমাত্রা জানান দিচ্ছে হেমন্তের বিদায় আর শীতের আগমন।সকালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপমাত্রা একটু থাকলেও সন্ধ্যার পর বেড়ে যায় শীতের তীব্রতা। রাতে তাপমাত্রা আরও কমে যায়। রাতে চারদিকে কুয়াশায় ঢেকে যায়। ভোরে ও মধ্য রাতে গাড়ী-ঘোড়া সবকিছুতে হেটলাইট জালিয়ে চলতে দেখা যাচ্ছে।
আজ ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে নীলফামারীর সৈয়দপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
লোকমান হোসেন জানান, ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে সৈয়দপুরের আকাশে হালকা কুয়াশা বিরাজ করছে। এই কুয়াশা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে। কুয়াশার কারণে প্রায় দিনে সকালের দিকে সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। বিমান চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকা প্রয়োজন। বর্তমানে ভোরেবেলা ৫০০ মিটার ভিজিবিলিটি আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি বেড়ে যায়।
অত্র এলাকার স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, হামার এলাকাত শীত চলি আসছে। রাইতোত কেথা-কম্বল ঢাকা নিবার লাগছে। রাইতত ও ভোর বেলা খুব ঠান্ডা নাগছে।
এদিকে মাঠঘাটে কৃষকদের আমন ধান সংগ্রহ করার পরে শীতের শাকসবজি,আলু ইত্যাদি জমিতে রোপন করতে দেখা যাচ্ছে।
অন্যদিকে ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে দিনদিন শীতজনিত রোগে আক্রান্তের হার বেড়ে চলছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলোতে রোগীর চাপও একটু বেড়ে চলছে।
আজ ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৪১ | মঙ্গলবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি