নীলফামারীতে গত বুধবার একদিনই ৪ টি পৃথক স্থানে ৪ জন নিহত হয়েছে। বুধবার দুপুরে ডোমার উপজেলার বোড়াগাড়ী জালালের মোড়ে একজন , বিকেলে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ব্রিজ এলাকায় একজন, রাতে নীলফামারী জেলা শহরের পাঁচমাথা মোড়ে একজন এবং সৈয়দপুরের বাইপাস সড়কের মরিয়ম চক্ষু হাসপাতালে সামনে একজন এসব দুর্ঘটনা মোট ৪ জন নিহত হয়েছেন।
দুপুরে ডোমারের বোড়াগাড়ী ইউনিয়নের জালালের মোড় এলাকায় দুর্ঘটনায় রোজিনা বেগম নামে একজন নিহত হয়েছেন ও রোজিনা বেগমের স্বামী আহত হয়েছেন। তাদের বাড়ী দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায়।
জানা যায় দুপুরের দিকে ব্যাটারিচালিত ইজিবাইকে স্বামীসহ ডিমলা উপজেলার কলোনি ভাটিয়াপাড়ায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন রোজিনা বেগম।ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের জালালের মোড় নামক এলাকায় পৌঁছালে ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রোজিনা বেগম ও তার স্বামী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রোজিনা বেগমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার স্বামী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
অপর দিকে জলঢাকা উপজেলার রাজারহাট এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন ( ৬৫) ও দিনাজপুরের বিরামপুর কুশাখানি এলাকার মঞ্জুরুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে দেলোয়ার হোসেন সদরের কচুকাটা ব্রিজ পার হচ্ছিলেন। এ সময় জলঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অপরদিকে রাত ৯টার দিকে জেলা শহরের পাঁচমাথা বাইপাস সড়কে বালুবাহী ট্রাকের চাপায় একজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া সৈয়দপুরের বাইপাস সড়কে মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন, তার পরিচয়ও শনাক্ত করতে পারেনি পুলিশ।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০৩ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি