মোঃ মোশফিকুর ইসলাম,নীলফামারী : নীলফামারী সদর পৌর এলাকার শাখামাছা হাটে গতকাল নতুন আলু বিক্রি হয়েছে ৭০ টাকা কেজি দরে।
খুচরা ব্যাবসায়ী মশিউর বলেন, আরতে ২০০ কেজি আলু এসেছে সেখান থেকে ১৫কেজি ৬৫ টাকা দরে নিয়েছি ।
নীলফামারীর সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশীর গ্রামের কৃষক ফতুজার জানান, এ বছর পাঁচ বিঘা জমিতে আগাম আলু চাষ করে এখন আলু উত্তোলন শুরু করেছি, ঢাকার পাইকার এসে, এখানেই ৫৫টাকা দরে ক্রয় করছে। আর শহরে যাওয়ার দরকার নেই বলে জানান।
তিনি আরও বলেন গত বছর বিঘাপ্রতি ৮৫ কেজির দুই বস্তা আলুবীজ লেগেছিল। বিঘাপ্রতি আলুর ফলন হয়েছিল প্রায় সাত বস্তা করে। এবারও তাই হয়েছে।
কিশোরগন্জের নিতাই, কালিকাপুর, বড়ভিটা, পুটিমারী কৃষকেরা আশা করছেন ডিসেম্বরের মধ্যে দ আলু উত্তোলন করে বাজারজাত করবে।
নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল বলেন,গত ২২ নভেম্ব থেকে গত ১ ডিসেম্বর পর্যন্ত ৫ হেক্টর জমির আলু উত্তোলন হয়েছে। দফায় দফায় বন্যার জন্য আলু রোপণ একটু দেরিতে হলেও ফলন বহুগুন হবে বলে আশাবাদী।
তিনি বলেন, বৈরী আবহাওয়া না থাকলে এতদিনে দেড় হাজার হেক্টরেরও বেশি জমির আলুর উত্তোলন হতো।