ইন্দোনেশিয়ায় সুনামির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২শ’ ২২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত সাড়ে ৮শ’। শনিবার (২২ ডিসেম্বর) দেশটির সুন্দা প্রণালীর উপকূলীয় এলাকায় সৃষ্ট ওই সুনামির আঘাতে জাভা ও সুমাত্রা দ্বীপ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্রাকাতোয়া দ্বীপের সক্রিয় আগ্নেয়গিরির প্রভাবে এ সুনামি হয়ে থাকতে পারে বলে ধারণা করছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। শনিবার( ২৩ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার সুন্দায় শক্তিশালী সুনামির আঘাতে লণ্ডভণ্ড করে দেয় উপকূলীয় এলাকা। সুনামির আঘাতে মুহূর্তেই পানির তোড়ে ভেসে যায় ঘরবাড়ি, আবাসিক হোটেলসহ অসংখ্য স্থাপনা। সুনামির কারণে ভেঙে পড়েছে জাভা ও সুমাত্রা দ্বীপবর্তী বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন অনেকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পান্দেগ্লাং, সাউথ লাম্পুং এবং সেরাং অঞ্চলের বাসিন্দারা। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ধারণা, আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরির উদগিরণের কারণে সমুদ্রের গভীরে সুনামির উৎপত্তি হয়ে থাকতে পারে। প্রকৃত কারণ জানতে তদন্ত করছে তারা। এর আগে, গেল সেপ্টেম্বরে দেশটির সুলাওয়েসি দ্বীপের পালু শহরে ভূমিকম্প ও সুনামিতে ৮৩২ জন মারা যায়।