আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল সোমবার সুইস আর্ট ডিলার থমাস এবং ডরিস আম্মানের সংগ্রহে রাখা পপ শিল্পী অ্যান্ডি ওয়ারহোলের বিখ্যাত ১৯৬৪ সালের সিল্ক-স্ক্রিন মেরিলিন মনরোর চিত্রকর্মটি নিউইয়র্কের একটি নিলামে ক্রিস্টি’স দ্বারা ১ কোটি ৯৫ লাখ ডলারে বিক্রি হয়েছে। ১৯৬২ সালে অভিনেত্রীর মৃত্যুর পর “শট সেজ ব্লু মেরিলিন” ওয়ারহোলের চিত্রকর্মগুলির সিরিজের মধ্যে অন্যতম যা পপ শিল্পের সেরা পরিচিত অংশগুলির মধ্যে একটি হয়ে উঠে।
এর আগে, ২০১৭ সালে জিন-মিশেল বাসকিয়েটের ১৯৮২ সালের চিত্রকর্মটি ১ কোটি ১০ লাখ ডলারে বিক্রি হয়।
“শট সেজ ব্লু মেরিলিন’ হল আমেরিকান পপ শিল্পের একটি অনন্য নিদর্শন। এই পেইন্টিংটি ১৯৫৩ সালের চলচ্চিত্র “নায়াগ্রা” থেকে মনরোর একটি প্রচারমূলক ছবির উপর নির্মিত হয়েছে, যা তার চোখ, চুল এবং ঠোঁটে উজ্জ্বল রঙ দিয়ে প্রদর্শিত হয়েছে। মনরো ছিলেন হলিউডের অন্যতম বিখ্যাত তারকা। তিনি ১৯৬২ সালের ৪ই আগস্ট লস অ্যাঞ্জেলেসে মারা যান। আর ওয়ারহোল মারা যান ১৯৮৭ সালে।