আসিথা ফার্নান্দোর ইয়র্কারের জবাব দিতে পারলেন না সৈয়দ খালেদ আহমেদ। ১৭৮ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ। এ নিয়ে টানা পাঁচ ইনিংসে দুইশ ছুঁতে পারল না তারা। পাঁচটিই ঘরের মাঠে। ৩৫৩ রানে এগিয়ে থেকে বাংলাদেশকে ফলো-অনে না পাঠিয়ে আবারও ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা।
সবশেষ ২০০৪ সালে ঘরের মাঠে টানা পাঁচ ইনিংসে দুইশ ছুঁতে ব্যর্থ হয় বাংলাদেশ। প্রায় দুই দশ পর নিউ নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে ও শ্রীলঙ্কার বিপক্ষে তিন ইনিংসে দুইশর আগে অলআউট হলো তারা।
তৃতীয় দিনের শুরুটা ভালো হলেও ধসের শুরুটা হয় প্রথম সেশনের শেষের দিকে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ দল। সেখান থেকে আর কেউই বড় জুটি গড়ে প্রতিরোধ করতে পারেনি। দ্বিতীয় সেশনে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে আসিতা ফার্নান্ডো ৪ উইকেট নিয়েছেন। ৩৫৩ রানে এগিয়ে থেকে বাংলাদেশকে ফলো-অনে না পাঠিয়ে আবারও ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা।
দলে ফিরে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নিলেন আসিথা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন জাকির হাসান, ৫৪ রান। এছাড়া ত্রিশ ছুঁতে পেরেছেন শুধু মুমিনুল হক (৩৩)।
প্রথম ইনিংসে ৩৫৩ রানের লিড পেয়েছে শ্রীলঙ্কা। ফলো-অন করানোর সুযোগ থাকলেও সে পথে হাঁটেনি তারা। আবার ব্যাটিংয়ে নামবে ধানাঞ্জয়া ডি সিলভার দল।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম