ডিবিএন ডেস্কঃ টানা দুই দিন বন্ধ থাকার পর ফের খুলেছে নিউ মার্কেট। স্বাভাবিক হয়েছে সড়কের যান চলাচল। ক্রেতাদের সমাগমও বাড়ছে ধীরে ধীরে। মার্কেট এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, কিছু কিছু দোকান খোলা শুরু হয়েছে। বেলা ১১টার পর অনেক দোকান খোলা শুরু করেন ব্যাবসায়ীরা। তবে সব মার্কেটের দোকান এখনো খোলেনি। বন্ধ দোকানগুলোর সামনে কর্মীদের অবস্থান লক্ষ করা গেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, গেলো বুধবার (২০ এপ্রিল) গভীর রাতে এক বৈঠকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও দোকানকর্মীদের মধ্যে সমঝোতা হয়েছে। এতে চার ঘণ্টার বৈঠকে বৃহস্পতিবার সকাল থেকে দোকান খোলার সিদ্ধান্ত হয়। এর ভিত্তিতে আজ নিউ মার্কেটের দোকানগুলো খুলতে শুরু করেছে।
উল্লেখ্য, গত সোমবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। টানা দুই দিন ওই এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে একজন ডেলিভারিম্যান ও এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক।
দীর্ঘ চার ঘণ্টা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ভবিষ্যতে যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে গঠন করা হবে মনিটরিং সেল এবং দোষীদের চিহ্নিত করে শাস্তি প্রদান, সংঘর্ষে হতাহতদের জন্য ক্ষতিপূরণসহ, ব্যবসায়ী ও কর্মচারীদের আচরণে শৃঙ্খলা আনতে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।