ভারতের মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রিতে আবারো শোকের ছায়া নেমে এসেছে। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা মেঘনাথন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মেঘনাথন দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। ভারতের কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) শোরানুরে নিজ বাসভবনে শেষকৃত্য অনুষ্ঠিত হবে মেঘনাথনের।
মেঘনাথন ছিলেন প্রবীণ অভিনেতা বালান কে নায়ারের তৃতীয় ছেলে। ১৯৮৩ সালে ‘আস্তরাম’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। তিন দশকের ক্যারিয়ারে ৫০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন এই অভিনেতা। যার বেশির ভাগই তুমুল সাড়া ফেলেছে দর্শকমহলে।
মেঘনাথনের উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো-‘পঞ্চাগ্নি’, ‘চামায়ম’, ‘রাজাধনি’, ‘ভূমিগীথাম’, ‘চেঙ্কোল’, ‘মালাপ্পুরম’, ‘হাজি মহানয়া জোজি’, ‘প্রয়াইক্কারাপাপ্পান’, ‘উদ্যানপালকম’, ‘ই পুজায়ুম’, ‘কদন্নু’ ও ‘ভাস্তভাম’।
এদিকে এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রিতে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০৮ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি