নাসিরনগরে ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করলেন মাননীয় সাংসদ।
১৮ জুলাই ২০১৯ খ্রিঃ, বৃহস্পতিবার।
প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।
“সবুজ নগর সবুজ দেশ, বদলে দেবো বাংলাদেশ” এ শ্লোগান ও “পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার নাসিরনগর উপজেলা কৃষিসম্প্রারণ অধিদপ্তর তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার আয়োজন করে। এ উপলক্ষে কৃষক – কৃষানী ও শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। এ উপলক্ষে বক্তৃৃৃৃতায় মাননীয় সাংসদ বলেন, পরিবেশের ভারসাম্য, নির্মল বাতাস, জীবনের প্রয়োজনীয় অক্সিজেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ, আসবাবপত্র তৈরি সহ অনেক গুরুত্বপূর্ণ কাজে বৃক্ষ বিশেষ ভূমিকা রাখে। তাছাড়া ফরমালিন মুক্ত ফল ও ফলের চাহিদা পূরণে প্রত্যেকে কমপক্ষে তিনটি করে বাড়ির সীমানায় ফলদ বৃক্ষ রোপনের আহবান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্ব উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চিন্ময় করের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফয়েজ আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃঅভিজিৎ রায়,প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক প্রমূখ। এসময় সরকারি কর্মকর্তা,দলীয় নেতৃবৃন্দ, উপ-সহকারী কৃষি কর্মকতা,কৃষক/কৃষানীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মেলায় কৃষক কৃষানী ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিরতন করা হয়। এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করা হয়। কৃষি ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে স্বল্প খরচে অল্প পরিশ্রমে অধিক ফসল কিভাবে অর্জন করা যায়,যা বিভিন্ন স্টলে এর কিছু নমুনা তুলে ধরা হয়। বৃক্ষমেলায় ফলদ ও বনজসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের ১০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকার নার্সারীর মালিকরা অংশগ্রহন করেন।