প্রদীপ কুমার দেবনাথ, জেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের পার্থ চন্দ্র দেব গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস এ তালিকাভুক্ত হওয়ার গৌরব লাভ করলেন।
গত বছর সেপ্টেম্বরের ৬ তারিখে তিনি ফান্দাউক শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে দুজন স্বাক্ষী প্রভাষক রাজীব আচার্য্য, সহঃ শিক্ষক পল্লব হালদার, সর্ভেয়ার মারজান শাহ, পাগল শংকর মন্দিরের সেবায়েত সুখদা বলরাম দাস, সাংবাদিক উজ্জ্বল চক্রবর্তী , মুরাদ মৃধা, সুজীত চক্রবর্তী ও প্রদীপ কুমার দেবনাথের উপস্থিতিতে তিনি ১,৮৭,৮২৩ টি সেফটি পিনের সহাহতায় এ বিশাল চেইনটি তৈরি করেন। সার্ভেয়ার, সাংবাদিকগণ ও উপস্থিত অতিথিদের সামনে তিনি তার সার্ভেয়ারের সহযোগিতায় চেইনটি তৈরি করে মেপে গিনেস বুক ওয়ার্ল্ডস এর ইমেইলে তথ্য প্রেরণ করেন।
এমন একটি অসাধ্য সাধণ করে GUINNESS WORLD RECORDS এ প্রাথমিক তালিকায় অন্তভুর্ক্ত হওয়া যুবক পার্থকে নিজ গ্রাম ও উপজেলার সর্বস্তরের জনগণ অভিনন্দনের জোয়ারে ভাসাচ্ছেন।
এ ব্যাপারে পার্থ বলেন, আমার দীর্ঘদিন ধরে ব্যতিক্রমী কিছু উদ্ভাবনের মাধ্যমে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’ এ নাম লেখানোর স্বপ্ন আজ বাস্তবায়নের পথে। আমি এ কঠিন কর্মে সফল হয়েছি আমার শ্রদ্ধেয় বড় ভাই জয়ন্ত চন্দ্র দেব, আমার বৌদি, আমার বন্ধুদের, আমার বড় ভাইয়ের বন্ধুদের, কয়েকজন শ্রদ্ধেয় দাদাদের উৎসাহে। পরবর্তী ধাপে আরও কিছু কাজ বাকী আছে যা পূজার পর অনুষ্ঠিত হবে। আবারও আগের মত সকলের অনুপ্রেরণা ভিক্ষা করছি।’
পার্থের বড় ভাই জয়ন্ত চন্দ্র দেব বলেন, ‘আমার ছোট ভাই খুবই ধৈর্য্যশীল। তার দ্বারা অসাধ্য সাধন সম্ভব আমি আগেই বুঝতে পেরেছি। তাই সবধরনের সহযোগিতা আমার পক্ষ থেকে করেছি। আমি তার সফলতা কামনা করছি। আপনারাও তার জন্য দোয়া করবেন।’