নাসিরনগর আওয়ামীলীগের দুঃসময়ে যে ক’জন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রাচীন এ দলটিকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন তাদের মধ্যে অন্যতম শেখ আব্দুল আহাদ। একসময় নাসিরনগরের চাতলপাড় উপজেলায় হাতেগোনা কয়েকজন আওয়ামিলীগ ছিল। তারাও দৃশ্যমান ছিলনা। এদের মধ্যে দৃশ্যমান ছিল শুধু শেখ আব্দুল আহাদ ও তার পরিবার। প্রয়াত মন্ত্রী ছায়েদুল হক সাহেব সহ নাসিরনগর সদর উপজেলা আওয়ামিলীগ ভাল করেই জানতেন সে কথা। আওয়ামীলীগের প্রকৃত নেতা-কর্মীরাও এ ব্যাপারে জানেন। বৈরী পরিবেশ, যেখানে অধিকাংশই বিএনপি ও জামাতের সমর্থক ছিল সেখানে মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে রাজনীতি করা যে কত কষ্টকর তা ভুক্তভোগীরা ছাড়া অন্যরা জানার কথা নয়। শেখ আব্দুল আহাদ সাহেবের পিতা সাবেক চাতলপাড় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মরহুম ইসলামউদ্দীন সাহেব আজীবন আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। তিনি সাবেক মন্ত্রী সায়েদুল হক সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ছিলেন। যে পরিবারটি আওয়ামীলীগের জন্য সবকিছু বিসর্জন দিয়ে তিল তিল করে আওয়ামীলীগকে ঐ এলাকার জনপ্রিয় দলে পরিণত করেছে সে পরিবারটির বিরুদ্ধেই বারবার ষড়যন্ত্র করা হচ্ছে। কিছুদিন আগে খুনের মামলা (যা জনগণ সক্রিয়ভাবে প্রতিহত করেছে) দিয়ে ষড়যন্ত্র করা হয়। এখন আবার নামে – বেনামে ফেসবুকে বিভিন্ন আইডির মাধ্যমে এই নেতার বিরুদ্ধে অপ্রচার ও আপত্তিকর পোস্ট করা হচ্ছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামিলীগ বিরোধী চক্র আমাকে, আমার পরিবারকে ও আওয়ামীলীগকে হেয় পতিপন্ন করছে। আমি এসব ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই। তাছাড়া খুব শীঘ্রই এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।