পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। চলতি বছর এবারই প্রথম বাংলাদেশি কোনো নারী হজযাত্রী মারা গেলেন। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে ১১ বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে মক্কায় আট জন এবং মদিনায় তিন জন মারা যান।
আজ বৃহস্পতিবার (৬ জুন) মক্কার হজ কাউন্সিলর জহিরুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জহিরুল ইসলাম জানান, সদ্য প্রয়াত হজযাত্রীর নাম মমতাজ বেগম (৬৩)। তিনি ফরিদপুরের নগরকান্দা এলাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর- এ০৫৪৯০৯৮৯।
এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। হজের শেষ ফ্লাইট যাবে ১২ জুন।
আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৬৩ হাজার ১৪১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ১৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৫৮ হাজার ৯৭৬ জন হজযাত্রী। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম