নারীদের সাফ চ্যাম্পিয়নসশিপে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশের সাবিনা-তহুরা-মারিয়ারা। গ্রুপ পর্বের তিন ম্যাচে মালদ্বীপ, পাকিস্তান ও ভারতকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলার বাঘিনীরা।
তিন ম্যাচে প্রতিপক্ষের জালে দিয়েছে মোট ১২ গোল। হজম করেছে? একটিও না। এরমধ্যে পাকিস্তানের জালেই অর্ধডজনবার বল জড়িয়েছেন সাবিনারা। এছাড়াও মালদ্বীপ এবং ভারতের বিপক্ষেও ৩টি করে গোল দিয়েছে বাঘিনীরা।
এবার নারীদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে দুপুরে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে ভুটানের বিপক্ষে নেপালের কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে মাঠে নামবে সাবিনা-তহুরা-ঋতুপর্ণারা।
এই ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) আর্মড পুলিশ ফোর্স মাঠে অনুশীলন করে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে সেমিফাইনালেও পরিস্কার ফেভারিট বাংলাদেশ। গ্রুপ পর্বে ৩ ম্যাচের ২টিতে জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভুটানিজরা।
এই ম্যাচে ফেভারিট বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল খেলতে চায়। গণমাধ্যমে দলের কোচ গোলাম রাব্বানী ছোটন এবং ফুটবলাররা জানিয়েছে, যত দ্রুত সম্ভব গোল আদায় করে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দিতে চায় তারা।