নারী টি-২০ বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হবে নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা। দুই দলের কেউ আগে বিশ্বকাপ জেতেনি। তাই নতুন চ্যাম্পিয়নের দেখা মিলবে আজ।
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামছে আজ। ১০ দল নিয়ে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে শিরোপা জয়ের দৌড়ে টিকে আছে দুই দল। ফাইনালে শিরোপার জন্য লড়াই করবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৮টায় অনুষ্ঠিত হবে।
নিজেদের ইতিহাসে প্রথম বারের মতো গেল আসরে নারী টি- টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলে দক্ষিণ আফ্রিকা। গতবার না পারলেও প্রোটিয়াদের চোখ এবার শিরোপায়। অন্যদিকে ২০০৯ ও ২০১০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। তবে কোনো বারই ছুঁতে পারেনি কাঙ্ক্ষিত সেই ট্রফি।
এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে মোট ১৫ বার মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। সেই সব দেখায় জয়ের পাল্লা ভারী কিউইদের। প্রোটিয়াদের ৪ জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের জয় ১১টি ম্যাচে। যার কারণে এই ম্যাচেও ফেরারিট নিউজিল্যান্ড।
টুর্নামেন্টের আগের আট আসরে অস্ট্রেলিয়া ছয়বার এবং ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম