নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। তবে আসরে টিকে থাকার লড়াইয়ে টস ভাগ্য সহায় হয়নি তাদের। পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার (৬ অক্টোবর) মুখোমুখি হয়েছে ভারত নারী দল ও পাকিস্তান নারী দল।
আসরে দুদলের শুরুটা হয়েছে ভিন্নভাবে। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। শ্রীলঙ্কাকে ৩১ রানে হারায় পাকিস্তানের মেয়েরা। অন্যদিকে, পরাজয়ের তিক্ততা নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হয় ভারতের। নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি হারমানপ্রীত কৌরের দল। ৫৮ রানের বিশাল ব্যবধানে হার মানে তারা।
ভারতের ব্যাটিং লাইনআপ বরাবরই শক্তিশালী। যদিও, কিউইদের বিপক্ষে মুখ থুবড়ে পড়েছিল। পুরো ২০ ওভার টিকতে পারেনি, অলআউট হয় ১০২ রানে। সেই হিসেবে পাকিস্তানের সঙ্গে আজকের ম্যাচ বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে ভারতের জন্য। পাকিস্তানের দুর্দান্ত বোলিং লাইনআপ হতে পারে ভারতের জন্য হুমকি। বোলাররা শ্রীলঙ্কা ম্যাচে দেখিয়েছে নিজেদের শক্তি। ব্যাটিংয়ে ১১৬ রান তুলেও, অল্প পুঁজিতে লঙ্কানদের থামিয়ে দেয় পাক মেয়েরা। মাত্র ৮৫ রান তুলতে পারে শ্রীলঙ্কা।
গ্রুপ পর্বে পরের দুই ম্যাচে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে হারমানপ্রিত কাউরের দল। তাই কঠিন লড়াই অপেক্ষা করছে, তাদের জন্য।
পাকিস্তান একাদশ: মুনিবা আলি (উইকেটরক্ষক), গুল ফিরোজা, সিদরা আমিন, নিদা দার, আলিয়া রিয়াজ, ওমাইমা সোহেল, ফাতিমা সানা (অধিনায়ক), তুবা হাসান, নাশরা সান্ধু, আরুব শাহ ও সাদিয়া ইকবাল।
ভারতীয় একাদশ: স্মৃতি মান্ধনা, শেফালি ভার্মা, হারমানপ্রিত কাউর (অধিনায়ক), জেমিমাহ রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দিপ্তি শর্মা, এস সাজানা, অরুন্ধতি রেড্ডি, শ্রেয়াঙ্কা পাতিল, আশা শোভনা ও রেনুকা সিং।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম