স্পোর্টস ডেস্কঃ প্রায় দশ বছর পর ২০২৪ সালে আবারও নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ। গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) লন্ডনে আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড সভায় বিডিং প্রক্রিয়ার মাধ্যমে আয়োজক নির্বাচন করা হয়।
২০১৪ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পাশাপাশি নারীদের বিশ্বকাপও আয়োজন করেছিল বাংলাদেশ। আর তাই দশ বছর পর বৈশ্বিক কোনো টুর্নামেন্টের আয়োজক হলো বাংলাদেশ।
এদিন ২০২৪ সালসহ ২০২৫, ২০২৬ এবং ২০২৭ সাল পর্যন্ত নারী ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্টগুলোর আয়োজক দেশের নাম প্রকাশ করা হয়। ২০২৫ সালে নারীদের বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ২০২৬ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ডে এবং ২০২৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হবে শ্রীলঙ্কা।
এদিকে বিশ্বকাপ আয়োজনের সুযোগ দেওয়ায় আইসিসিকে ধন্যবাদ জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর আয়োজক স্বত্ব পাওয়া বাংলাদেশ ক্রিকেটের জন্য দুর্দান্ত খবর। তিনি আরো বলেন, আমি এই সুযোগটির জন্য আইসিসি বোর্ডকে ধন্যবাদ জানাই যখন নারীদের খেলার বিকাশ ও প্রসার ঘটছে এমন সময়ে বাংলাদেশকে নারীদের ইভেন্টটি উপহার দেওয়ার জন্য।’ ১০ দল নিয়ে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ।