নারায়নগন্জ প্রতিনিধি ( মোঃ শফিকুল ইসলাম ) নারায়নগন্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি বলেছেন, নারায়নগন্জ তো আগে থেকেই শহর ছিলো। কিন্তু এ শহরটিকে পরিকল্পিত নগর হিসেবে তৈরি করতে আমরা কাজ করে যাচ্ছি। সরকার আমাদেরকে সর্বোত্তম সহযোগিতা করে যাচ্ছে।
শনিবার ( ৯ ফেব্রুয়ারি ) রাতে নিজ শশুড়বাড়ি রাজবাড়ীতে বসে সাংবাদিক দের সাথে আলাপকালে এসব কথা বলেন। এ সময় আইভির সাথে তার দুই ছেলে কাজী সাদমান হায়াৎ সীমান্ত ও কাজী সারদিল হায়াৎ অনন্ত ছিলেন।
তিনি আরও বলেন,একটি সিটি কে নগরায়ন করার জন্য যা যা করা দরকার সেগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অনেক গুলো প্রজেক্ট জমা দেওয়া আছে।পাস হয়ে যাওয়া প্রজেক্ট গুলোর কাজ চলছে। সবচেয়ে বড় প্রজেক্টটি হচ্ছে শীতলক্ষ্যা নদীর ওপর ব্রীজ নির্মাণ। যা গত একনেক সভায় পাস হয়েছিল। এছাড়া অন্যান্ন কাজের মধ্যে রাস্তা ঘাট,ব্রীজ, কার্লভার্ট,খাল খনন,খেলার মান উন্নয়নের কাজ চলছে।
মেয়র আইভি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে কাজ করছে। আজ নারীরর প্রতিটি জায়গায় এগিয়ে যাচ্ছে। নারীরা এখন কোনও ক্ষেত্রে পিচিয়ে নেই।