নারায়ণগঞ্জের রূপগঞ্জে তাবলিগ জামাত নিয়ে মতবিরোধ কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদ গ্রুপের সদস্যদের সঙ্গে জোবায়ের গ্রুপের সদস্যদের তাবলিগের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলে আসছিল। রাত সাড়ে ৮টার দিকে জোবায়ের গ্রুপের তাবলিগের সদস্যরা এসে সাদ গ্রুপের তাবলিগের সদস্যদের বিশ্বরোড জামে মসজিদে তাবলিগের আলোচনা করতে বাধা প্রদান করেন। এ সময় দুপক্ষের মধ্যে তাবলিগের বিষয় নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তাদের তর্কবিতর্ক ধাওয়া পাল্টাধাওয়ায় রূপ নেয়।
এ ঘটনায় সাদ গ্রুপের মহিউদ্দিন, ওমর ফারুক, শাহীন মিয়া এবং জোবায়ের গ্রুপের মোশারফ হোসেন, নূরে আলম, তারেক মিয়া, আল-আমিন, আব্দুল আওয়াল, আবু ইউসুফ, আজিম উদ্দিন, সোলেইমান, আল-আমিন-২, ইব্রাহমি, তারেক, আরিফুল ইসলাম, সাজ্জাদ হোসেন, জাকির হোসেন, মাসুদ আহমেদ ও হোসাইফাসহ অন্তত ১৭ জন আহত হয়েছে বলে জানা যায়।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন ।