নানা আয়োজনে চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) লোহাগাড়া উপজেলা ছাত্রদলের উদ্যাগে কেক কাটা, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে একটি র্যালি বের করা হয়। র্যালিটি হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বটতলী মোটর স্টেশন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এতে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও আমিরাবাদ ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ কায়েস উদ্দীন, সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ নুরী, সাবেক মোস্তাফিজর রহমান কলেজ ছাত্রদলের সদস্য সচিব আহাদ, চুনতি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল।
এ ছাড়া উপজেলার রাজঘাটা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সাবেক ছাত্রদল নেতাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা ছাত্রদলের নেতৃত্ব দেওয়া সাবেক নেতারা উপস্থিত ছিলেন।
আজ ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ৯ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১২:১৫ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি