রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ নাটোরে পায়ুপথে ১০ লাখ টাকার হেরোইন লুকিয়ে রেখে পাচারের সময় ইব্রাহিম নামে এক যুবককে আটক করেছে র্যাব। আটক ইব্রাহিম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাজিহাটা এলাকার হাবিবুর রহমানের ছেলে।
আজ রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে নাটোর র্যাব ক্যাম্প সিপিসি-২ এ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বাগাতিপাড়া উপজেলার সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ইব্রাহিম নামে এক যুবক। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার সময় তার পায়ুপথ থেকে ৯৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ১০ লাখ টাকা।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, কালো রঙের টেপ দিয়ে বিশেষ কৌশলে হেরোইন পায়ুপথে প্রবেশ করিয়ে বিক্রির উদ্দেশ্যে পরিবহণ করা হচ্ছিল। এ ছাড়া এমন কাজ সে আগেও বহুবার করেছে বলে স্বীকার করেছে আটক যুবক।
আটক যুবককে নিকটস্থ থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রেরণ করা হয়েছে।