নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর আক্কাস আলী ও পুত্রবধূ লাকি বেগমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৬ জুন) সকালে উপজেলার ছোট চৌগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ছোট চৌগ্রাম এলাকার মাছ ব্যবসায়ী হামিদুল ইসলাম তার পুকুরে পানি সেচ দেয়ার জন্য মোটরের বৈদ্যুতিক লাইন টানেন। বুধবার সকালে একই এলাকার মোয়াজ্জেম ফকিরের স্ত্রী লাকি বেগম পুকুর পাড়ে গরুর গোবর আনতে যান। ওই সময় সেচ পাম্পের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন লাকি। পরে ঘটনাটি দেখতে পেয়ে লাকি বেগমকে উদ্ধারে তার শ্বশুর এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই শ্বশুর আক্কাস আলী মারা যান।
পরে স্থানীয়রা লাকি বেগমকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম গনমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩২ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি