সিংড়া(নাটোর)প্রতিনিধি ঃ
সামাউন আলী
নাটোরের সিংড়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শুক্রবার সকাল সাড়ে নয়টায় সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে নিবন্ধনকৃত চক্ষু রোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা লেঃ জেনারেল এম হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, ওসি মনিরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, রোটারি ক্লাবের প্রেসিডেন্ট মিজানূর রহমান ভুইয়া, ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, কাউন্সিলর দেদার হায়াত বেনু, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম প্রমূখ।
সভা পরিচালনা করেন, প্রভাষক আনিসুর রহমান লিখন।
উল্লেখ্য, নাটোর -৩ সিংড়া আসনের সংসদ সদস্য, আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর উদ্দ্যোগে এবং ধানমন্ডি রোটারি ক্লাব, সিংড়া পৌরসভার সহযোগিতায় দিনব্যাপী এ চক্ষু শিবিরে প্রায় সহস্রাধিক মানুষ চিকিৎসা নেন।