আজ (১১ ফেব্রুয়ারি) আবারও একটি মন খারাপের খবর বিনোদন ভুবনকে শোকার্ত করেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন ওপার ভারতীয় নৃত্যশিল্পী সুনীল যাদব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। জানা যাচ্ছে, মারাঠি সিনেমা ‘বীর গর্জা বাজি’র মহড়া সময় তিনি হৃদয়রোগে আক্রান্ত হন।
‘হিন্দুস্তান টাইমস’র বাংলা সংস্করণে জানা গেছে, প্রয়াত শিল্পীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন অন্যান্য নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফাররা। নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার রাজ সুরানি, যিনি সেটে নৃত্যশিল্পীদের সঠিক খাবার, পারিশ্রমিকের জন্য লড়াই করছেন, তিনিও এক্ষেত্রে সুনীল যাদবের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
রাজ সুরানি জানান, ‘আমরা প্রায় ১.২৫ লাখ রুপি সংগ্রহ করেছি এবং আরও সংগ্রহ করব। আমরা এ অর্থ সুনীল যাদবের পরিবারের হাতে তুলে দেব।’
এ প্রসঙ্গে রাজ সুরানি আরও বলেন, ‘আমি নিজেও একজন নৃত্যশিল্পী ছিলাম, অনেক সিনেমায় কাজ করেছি। আমার মনে হয় নৃত্যশিল্পীদের জন্য এটা জানা গুরুত্বপূর্ণ যে তাদের একটা নিজস্ব জীবন আছে। আর তাই নিজেদেরকে সুরক্ষিত করতে নাচের পাশাপাশি বিকল্প ক্যারিয়ারও প্রয়োজন। এছাড়াও ফিটনেস গুরুত্বপূর্ণ, প্রয়োজন স্বাস্থ্যকর ডায়েটের। কারণ তাদের ১২-১৩ ঘন্টা রিহার্সাল করতে হয়। এ কারণে পর্দায় হয়ত দেখতে ভালো লাগে, তবে আমাদের জন্য এ বিষয়টা কঠিন।’
কোরিওগ্রাফার রাজ সুরানি ছাড়াও অল ইন্ডিয়া ফিল্ম অ্যান্ড টেলিভিশন ড্যান্স কোঅর্ডিনেটর অ্যাসোসিয়েশনের পক্ষে যাদবের পরিবারকে ১.৫ লাখ রুপি তুলে দেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি গঙ্গেশ্বর শ্রীবাস্তব বলেন, ‘আমরা ১.৫ লাখ টাকা ওর পরিবারের হাতে তুলে দিয়েছি। এছাড়াও ‘এফডব্লিইআইসিএফ’র সহায়তায় প্রোডাকশন হাউসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি যাতে সুনীদ যাদবের পরিবার তাদের কাছ থেকেও সাহায্য পেতে পারে।’
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম