অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে ভারতে পাচারের সময় প্রায় ৬০ লাখ টাকা মুল্যের সরকারি জন্মনিয়ন্ত্রণ বড়ি (সুখি বড়ি) ও ৮ হাজার টাকা মু্ল্যের ১০০লিটার ডিজেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । মঙ্গলবার রাতে নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের জালিয়ার চর সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সুত্র জানায়, রাত ৯টার দিকে মাদারগঞ্জ বিওপি কমান্ডার দেলোয়ার হোসেনের নের্তৃত্বে অভিযান চালায় বিজিবি’র সদস্যরা। এ সময় ১০৩৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে বেশকিছু বস্তা ভর্তি মালামাল ও ড্রাম নিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে চোরাকারবারীরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বস্তা ও ড্রাম ফেলে গঙ্গাধর নদে ঝাপ দিয়ে পালিয়ে যায় তারা। পরে বিজিবি’র সদস্যরা বস্তার মুখ খুলে জন্মনিয়ন্ত্রণ বড়ি দেখতে পেয়ে বড়ি ও ডিজেলের ৪টি ড্রাম জব্দ করে ক্যাম্পে নিয়ে আসে। বুধবার দুপুরে জব্দকৃত বড়ি ও ডিজেল ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকীন জানান, ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া জন্ম নিয়ন্ত্রণ বড়িসহ ডিজেল আটক করা গেলেও চোরাকারবারিরা পালিয়ে যায়। আটক সবকিছু জয়মনির হাট শুল্ক গুদামে হস্তান্তর করা হয়েছে।