অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ নাগেশ্বরী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র ২৭০ টি পরিবারকে গরু দিলো বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী। রোববার (১২জুন) বিকালে নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমী ফুটবল মাঠে অস্থায়ী হাট বসিয়ে সেখান থেকে গরু কিনে ওই পরিবারগুলোকে এ সহায়তা দেয়া হয়।
কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠির দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের অধীনে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর দেয়া এ গরু সুবিধাভোগিদের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান, প্রকল্প পরিচালক জাহেদুল হক চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী কবির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, এ পর্যন্ত বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর এ সহযোগিতা পেয়েছে পর্যায়ক্রমে উপজেলার ১ টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের ৪ হাজার ৭শত হতদরিদ্র পরিবার। তাদের প্রত্যেককে ৪০ হাজার টাকার একটি বকনা গরুর পাশাপাশি পরবর্তী ৬ মাস পর্যন্ত পরিচর্যার জন্য আরো ৫শত টাকা করে দেয়া হয়েছে।