কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদ থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানীরকুটি মুড়িয়া ঘাটে দুধকুমার নদের তীরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, নাগেশ্বরী উপজেলার বেশ কিছু অসাধু বালু ব্যবসায়ী নদের তীর ঘেঁষে বালু উত্তোলন করায় ক্রমাগত ভাঙ্গনের শিকার হয়ে সর্বস্ব হারাচ্ছে হাজার হাজার মানুষ। বসত ভিটা, বাড়িঘর ও ফসলি জমি হারিয়ে এ-সব মানুষ এখন পথে বসার উপক্রম হয়েছে । তাদের অভিযোগ উপজেলা প্রশাসন ও ভূমি অফিসে লিখিত অভিযোগ করেও কোন লাভ হয়নি। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত মানুষজন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে মানববন্ধন করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক রবিউল খাঁন, নদী ভাঙ্গন প্রতিরোধ বাস্তবায়ন কমিটির সভাপতি আতিক হাসান রাজা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবেদ আলী, নাজির হোসেন, সাদিকুল ইসলাম, ওসমান গণি, লিটন, আজিবর প্রমূখ।
বক্তারা আরও বলেন, বর্তমানে দুধকুমার নদের তীব্র ভাঙন চলছে। এর মাঝে তীরের নিকট থেকে বালু তুলে বিক্রি করছে কিছু অসাধু বালু ব্যবসায়ী। এতে হুমকীতে পড়েছে বসত বাড়ি, মসজিদ, মাদরাসাসহ ফসলী জমি, সরকারি-বেসরকারি স্থাপনা। তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।