আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। দেশটির রিভার্স প্রদেশে গতকাল শনিবার (২৩ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্থানীয় সরকারি কর্মকর্তা।
দেশটির খনিজ সম্পদ রাজ্য কমিশনার গুডলাক ওপিয়াহ বলেন, একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণের তেল রাখার ডিপোতে আগুন ধরে যায়। এতে শতাধিক মানুষ নিহত হয়েছে। পুড়ে যাওয়ায় অনেকের পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না।
ইয়ুথ অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার জানিয়েছে, বিস্ফোরণের সময় তেল কেনার জন্য লাইনে থাকা অনেক গাড়িও পুড়ে গেছে। চরম বেকারত্ব এবং দারিদ্র্যের কারণে নাইজারিয়ায় অবৈধ তেল পরিশোধন আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। তবে মাঝে মাঝেই এসব অবৈধ শোধনাগারে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে রিভার্স রাজ্যে একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছিলো।