নাইজেরিয়ার কাস্টিনা রাজ্যে বন্দুকধারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ৪০ জন নিহত হয়েছেন। তবে ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনের জানা যায়, স্থানীয়ভাবে ডাকাত হিসেবে পরিচিত একটি সশস্ত্র দল গত বৃহস্পতিবার দেশটির বাকোরি গ্রামে অতর্কিতভাবে হামলা চালায় এবং গ্রামের গবাদিপশু লুট করে জঙ্গলে পালিয়ে যায়। পরে নিরাপত্তা বাহিনী ওই বন্দুকধারীদের খুঁজতে জঙ্গলে গেলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ বলছে, অভিযুক্তদের খুঁজতে যৌথ অভিযান চলছে। তাদের শাস্তির আওতায় আনা হবে।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন