ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেয়ায় এবং বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার তার এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।ওই মুখপাত্রের বরাত দিয়ে তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে জানায়, জম্মু-কাশ্মীরের বর্তমান মর্যাদা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনও পদক্ষেপ না নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে অ্যান্তোনিও গুতেরেস। একইসঙ্গে তিনি উদ্বেগের সঙ্গে কাশ্মীর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সবাইকে সর্বোচ্চ সংযত হয়ে থাকার পরামর্শ দিয়েছেন।প্রসঙ্গত, গত মঙ্গলবার সংবিধানের ৩৭০ ধারা অনুসারে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার প্রস্তাব সমর্থন করে ভারতের সংসদ। একই দিনে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখ ও জম্মু-কাশ্মীর সৃষ্টির প্রস্তাবেও সমর্থন জানায় ।এদিকে কাশ্মীর ইস্যুতে বর্তমানে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান এবং নিজেদের দূতকেও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি দিল্লির সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্নের সিদ্ধান্তও নিয়েছে তারা।