প্রদীপ কুমার দেবনাথ,
নরসিংদির বেলাবোতে এক পরিবারের ৫ টি গরু চুরি, আতঙ্কে এলাকাবাসী।
নরসিংদির বেলাবোতে গরু চোর চক্রের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। উপজেলায় বেশ কিছুদিন ধরে সংঘবদ্ধ গরু চোরের আনাগোনায় অতিষ্ট এলাকাবাসি। উপজেলার পাটুলী ইউনিয়নের ভাবলা গ্রামের বজলুর রশিদ আফ্রাদের পালিত ৫টি গরু গতকাল ৬ সেপ্টেম্বর শুক্রবার গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র নিয়ে যায়।
জানা যায়, বজলুর রশিদ আফ্রাদের ছেলে স্কুল শিক্ষক রাজীব আফ্রাদ পরিবারের স্বচ্ছতার কথা ভেবে বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে ৫টি গরু তার বাবা বজলুর রশিদকে কিনে দেয়। গরু চুরি হওয়ায় পরিবারটি বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হয় কিভাবে ঋনের বোঝা বহন করবে এই ভেবে দিশেহারা হয়ে পড়েছে।
এ বিষয়ে সকালে বজলুর রশিদ আফ্রাদের ছোট ভাই স্কুল শিক্ষক মোর্শেদুজ্জামান আফ্রাদ জানান, প্রায় ৩ লক্ষ টাকা মূল্যমানের গরুগুলো চুরি হয়ে যাওয়ায় আমাদের পরিবারে বিষাদের ছায়া নেমে এসেছে। আমরাও নিরাপত্তা হীনতায় ভুগছি।
চোর চক্রের আতঙ্কে একাধিক পরিবার রাত জেগে তাদের গবাদি পশু ঘর পাহারা দিচ্ছে। এলাকাবাসি প্রশাসনের উর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।
তারা প্রশাসনের কাছে রাতে পাহারার ব্যবস্থা করার দাবি জানান।