নভেম্বরে মুক্তি পাচ্ছে একঝাঁক হলিউড সিনেমা। যা নিয়ে শোরগোল এখন হলিপাড়ায়। বক্স অফিস কাঁপাতে পারে এমন কয়েকটি সিনেমা তালিকাও তৈরি করেছেন এবার হলিউড সিনেবিশ্লেষকরা।
মার্ভেলফ্যানদের জন্য আসছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩০তম সিনেমা ‘ব্লাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’। যেখানে অর্ধযুগ পর মুক্তি পেয়েছে হলিউড সঙ্গীতশিল্পী রিয়্যানার ‘ব্লাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ এর টাইটেল ট্র্যাক। যা নিয়ে এখন তুমুল আলোচনায় এই সিনেমা। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১১ নভেম্বর।
এ বছর কান চলচ্চিত্র উৎসবে তিনটি শাখায় মনোনয়ন পেয়ে ‘ক্রিটিকস উইক জুরি’ পুরস্কার পায় ‘আফটার সান’সিনেমাটি। এছাড়াও একাধিক উৎসবে পুরস্কার পেয়েছে এ সিনেমা; যা মুক্তি পাবে ১৮ নভেম্বর।
অ্যানিয়া টেলর-জয়, ফিনিস, নিকোলাস হল্ট অভিনীত ‘দ্য মেনু’ মুক্তি পাবে ১৮ নভেম্বর। যা নিয়ে এখন আশাবাদী ভক্তরা। সিনে বিশ্লেষকরাও মনে করছেন এটি বক্স অফিসে ভালো আয় করবে।
ডেনিয়েল ক্রেগ অভিনীত সিনেমা ‘গ্লাস অনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রি’ নিয়ে এখন উদ্বিগ্ন হলিপাড়ার সবাই। সিনেমাটি মুক্তি পাবে ২৩ নভেম্বর। ডেনিয়েল ক্রেইগ ছাড়াও সিনেমাতে থাকছেন অ্যাডওয়ার্ড নর্টন, কেট হাটসন এর মতো তারকারা।
ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল ‘বনস অ্যান্ড অল’। যেটি আছে এখন মুক্তির অপেক্ষায়। সিনে বিশ্লেষকরাও মনে করছেন এটি ভালো ব্যবসা করবে বক্স অফিসে। সব কিছু ঠিক থাকলে সিনেমাটি মুক্তি পাবে ২৩ নভেম্বর।
অস্কারজয়ী স্টিভেন স্পিলবার্গের ‘দ্য ফ্যাবলম্যানস’ সিনেমাটিও রয়েছে আলোচনায়। যেটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে আগামী ২৩ নভেম্বর।
হলিউডের ডিজনির অ্যানিমেশন, অ্যাডভেঞ্চার, অ্যাকশন সিনেমা ‘স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড’। ইতিমধ্যে যেটি রয়েছে আলোচনায়। আর এই সিনেমা মুক্তি পাবে আগামী ২৩ নভেম্বর। এখন শুধু অপেক্ষা সিনেমাগুলো মুক্তির। তবে দেখা যাক, কোন সিনেমা আয়ের দিক থেকে সবচেয়ে বেশি আলোচনায় থাকে।