অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধিঃ নবাবগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম দ্বিগুণ হয়েছে। বৃহস্পতিবার সকালে দেশি পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হয় ৬০ টাকায়। সাত দিন আগেও এই পেঁয়াজের দাম ছিল ৩০ টাকা। একই সঙ্গে কাঁচা মরিচ কেজিপ্রতি ১৮০ টাকায় বিক্রি হয়। এক সপ্তাহ আগে এর দাম ছিল ৮০ টাকা।
সরেজমিনে গেলে দেখা যায়, উপজেলা সদর,মতিহারা, আফতাবগঞ্জ ও ভাদুরিয়া বাজারে পেঁয়াজের খুচরা দোকানে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা এবং কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ টাকাই।নিত্যপ্রয়োজনীয় এই দুই পণ্যের দামের ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। একই সঙ্গে ব্রয়লার ও পাকিস্তানি মুরগির দাম প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে। ব্রয়লার মুরগির দাম এক সপ্তাহের ব্যবধানে ১৫ টাকা বেড়ে হয়েছে প্রতি কেজি ১৫০ টাকা। পাকিস্তানি মুরগি ২০ টাকা বেড়ে ২৮০, সোনালিকা ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজিতে।
বৃহস্পতিবার সকালে ভাদুরিয়া বাজারে কেনাকাটা করতে আসা পশ্চিম ফতেপুর এলাকার বাসিন্দা হারুন মিয়া বলেন, এক সপ্তাহ আগে দেশি পেঁয়াজ ৩৫ টাকায় কিনেছিলেন। আজ বাজারে গিয়ে পেঁয়াজে হাতই দেওয়া যায় না এমন অবস্থা। কাঁচা মরিচেরও ঝাঁজ বেড়েছে।
ভাদুরিয়া বাজারের পেঁয়াজ ও কাঁচা মরিচের খুচরা ব্যবসায়ীরা বলছেন, বাজারে হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। ভারতে পূজার কারণে সীমান্ত বন্ধ। ফলে আসছে না পেঁয়াজ ও কাঁচা মরিচ। তাই দামের এমন ঊর্ধ্বগতি।তবে বিক্রেতারা বলছেন, পূজার পরে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা আছে।