সররাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ মনজুর রহমান (পিপিএম বার)।
গত বৃহস্পতিবার দুপুরের দিকে নবাগত পুলিশ সুপার মোঃ মনজুর রহমান (পিপিএম বার) বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দাপ্তরিক দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ, বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মোঃ মনজুর রহমান (পিপিএম বার) সবশেষ পুলিশ হেডকোয়ার্টার্সে এআইজি (মিডিয়া) হিসেবে কর্মরত ছিলেন। তিনি এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি দীর্ঘদিন ডিএমপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
মেধাবী ও চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে মোঃ মনজুর রহমান ভালোকাজের স্বীকৃতি স্বরুপ দু দু’বার ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) লাভ করেন। কর্মময় জীবনে একনিষ্ঠ ও সফলতার সহিত দেশের বিভিন্ন স্থানে সুনামের সাথে পালন করে সিলেটের মৌলভীবাজার জেলার দায়িত্বভার গ্রহণ করেন।
এদিকে শনিবার (২৯ জুলাই) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার মো.মনজুর রহমান পিপিএম (বার) কমলগঞ্জ থানা পরিদর্শনে আসলে শুরুতেই কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করে অভিবাদন জানান।পরে থানা প্রাঙ্গণে নবনিযুক্ত পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) কে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস) সুদর্শন কুমার রায় রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসীন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি