প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করেই সামনে এগোনোর প্রত্যয় জানিয়ে একটি রাজনৈতিক প্লাটফর্মের ঘোষণা দিল জামায়াতের সংস্কারপন্থীরা। ধর্ম, জাতি, লিঙ্গ, নির্বিশেষে সবার জন্য এটি উন্মুক্ত থাকবে বলেও জানান তারা।
শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে এই প্লাটফর্ম।
সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান বলেন, কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য তাদের নেই।
ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান আরো বলেন, ‘আমরা প্রচলিত কোনো রাজনৈতিক দল অনুগত বা অনুসারী না। আমাদের উদ্যোগ সম্পূর্ণ স্বাধীন এবং একটি স্বতন্ত্র ধারা। জামায়াতে ইসলামীসহ বিদ্যমান কোনো দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যারা আমাদের সাথে যুক্ত হবে তাদের সকলকে নিয়ে আমরা একটা রাজনৈতিক দল গড়ে তুলবো।’