আন্তর্জাতিক ডেস্কঃ চলতি সপ্তাহে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা গঠন করবেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। দ্বীপরাষ্ট্রটিতে প্রাণঘাতী সহিংসতার জেরে প্রধানমন্ত্রীত্ব থেকে গোতাবায়ার বড় ভাই ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গতকাল বুধবার (১১ মে) বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, গোতাবায়ে রাজাপাকসে বলেন, ২২৫ আসনের পার্লামেন্টের নেতৃত্ব দেবেন নতুন একজন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা। এছাড়া পার্লামেন্টকে আরও ক্ষমতা দিতে সাংবিধানিক সংস্কারেরও অঙ্গীকার করেছেন তিনি।
এরই মধ্যে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট মারাত্মক সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০০ জন মানুষ।
এদিকে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করলেও প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে চলমান বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পি. নন্দালা উইরসিঙ্গী বলেন, দেশে যতি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে না আসে, তবে তিনি পদত্যাগ করবেন। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে কে কেন্দ্রীয় ব্যাংক চালায়, তাতে কিছু আসে-যায় না। অর্থনৈতিক অবনতি ঠেকানোর কোনো উপায় থাকবে না। দেশটির সাধারণ মানুষ ক্রমবর্ধমান সংকটের জন্য গোতাবায়া রাজাপাকসে এবং তার পরিবারকে দায়ী করছেন। দেশটিতে রান্নার গ্যাস, জ্বালানি ও ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে।
উল্লেখ্য, অব্যাহত বিক্ষোভের মধ্যে পুলিশ ও সশস্ত্র বাহিনীকে জনসাধারণের জীবন ও সম্পদের জন্য হুমকি সৃষ্টিকারীদের গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর সাঁজোয়া যানবাহনে সৈন্যরা বাণিজ্যিক রাজধানী কলম্বোর রাস্তায় টহল দিতে দেখা গেছে।