আবারও নতুন আঙ্গিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের সাবস্ক্রিপশন সেবা ‘টুইটার ব্লু’ চালু হতে যাচ্ছে। আগামীকাল সোমবার থেকে অ্যাপল, অ্যান্ড্রয়েড ও ওয়েব ব্যবহারকারীদের জন্য এই সেবা চালু হবে।
গতকাল শনিবার টুইটারের একটি আনুষ্ঠানিক টুইটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের সাবস্ক্রিপশন সেবা ‘টুইটার ব্লু’ আবারও নতুন আঙ্গিকে চালু হতে যাচ্ছে। আগামীকাল সোমবার থেকে অ্যাপল, অ্যান্ড্রয়েড ও ওয়েব ব্যবহারকারীদের জন্য এই সেবা চালু হবে। গতকাল শনিবার টুইটারের একটি আনুষ্ঠানিক টুইটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। টুইটার জানায়, নতুন আঙ্গিকে সাজানো এই সেবার গ্রাহকরা ৩টি ফিচার পাবেন, যা ফ্রি অ্যাকাউন্ট ব্যবহারকারীরা পান না।
এগুলো হল:
- টুইট ‘এডিট’ করার সক্ষমতা
- ১০৮০পি রেজোল্যুশনের উচ্চ মানের ভিডিও আপলোড করা
- অ্যাকাউন্ট ভেরিফিকেশান প্রক্রিয়ার পর প্রোফাইলের পাশে ‘নীল রঙের’ টিক চিহ্ন।
এই সেবা পেতে অ্যাপলের আইওএস ব্যবহারকারীদের মাসে ১১ মার্কিন ডলার গুণতে হবে। বাকিরা ৮ ডলারেই পাবেন এটি। অ্যাপলের গ্রাহকদের কেনো বাড়তি ৩ ডলার দিতে হবে, সে বিষয়টি টুইটার ব্যাখ্যা করেনি।
তবে গণমাধ্যমের প্রতিবেদন মতে, প্রতিষ্ঠানটি অ্যাপ স্টোরের বাড়তি ফিস মোকাবিলায় এই উদ্যোগ নিয়েছে। নভেম্বরে প্রথমবারের মতো টুইটার ব্লু সেবা চালুর পর তৈরি হয় অসংখ্য ভুয়া ‘ভেরিফায়েড’ অ্যাকাউন্ট । ফলে সাময়িকভাবে এই সেবা বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ২৯ নভেম্বর এই সেবা আবারও চালুর কথা থাকলেও পরে আবারও দিন-তারিখ পেছানো হয়।