নওগাঁ জেলায় চলতি ২০২-২০২৩ আর্থিক বছরে অর্পিত সম্পত্তি লীজ মানি বাবদ বিগত ৬ মাসে আদায় হয়েছে ৫ কোটি ৮৬ লক্ষ ৮শ ২২ টাকা। গত ১ জুলাই’২০২২ থেকে ৩১ ডিসেম্বর’২০২২ পর্যন্ত সময় উল্লেখিত পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। এ বছর আদায়ের লক্ষমাত্রা রয়েছে ৮ কোটি ১০ লক্ষ ২০ হাজার ১২০ টাকা।
নওগাঁ’র অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিল্টন চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করে বলেছেন নওগাঁ জেলার মানুষ সংশ্লিষ্ট ক্ষেত্রে রাজস্ব প্রদানে খুবই আগ্রহী।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেলায় মাস ভিত্তিক অর্পিত সম্পত্তির লীজ মানি বাবাদ রাজস্ব আদায়ের পরিমাণ হচ্ছে জুলাই’২২ মাসে ৬ লক্ষ ২৬ হাজার ৭৫০ টাকা, আগষ্ট’২০২২ মাসে ৮১ লক্ষ ১৫ হাজার ৩৭ টাকা, সেপ্টেম্বর’২২ মাসে ৯০ লক্ষ ১৪ হাজার ১৪ টাকা, অক্টোবর’২২ মাসে ১ কোটি ১ লক্ষ ৯৮ হাজার ৪৯৮ টাকা, নভেম্বর’২২ মাসে ১ কোটি ১০ লক্ষ ৫ হাজার ২৩৫ টাকা এবং ডিসেম্বর’২২ মাসে ১ কোটি ১৯ লক্ষ ১ হাজার ৮শ ২২ টাকা।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিল্টন চন্দ্র রায় প্রত্যাশা করে বলেন, যেহেতু প্রথম ৬ মাসে করছেন ধার্যকৃত লক্ষমাত্রার অর্ধেকের চেয়ে বেশী রাজস্ব আদায় হয়েছে, আগামী ৬ মাসে বাঁকী রাজস্ব আদায় সম্ভব হবে।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান