কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস
পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা
উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার ১৯ আগস্ট সকাল ১০ ঘটিকায় দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি (সাবেক এমপি) বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক।
এতে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক
সম্পাদক জাবেদ জাহাঙ্গীর সোহেল, জেলার বিজ্ঞান বিষয়ক সম্পাদক মামুনুর রহমান মানু, জেলা মহিলা আওয়ামী লীগের
সভাপতি মোছাঃ পারভীন আক্তার, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু, জেলা যুবলীগের সাধারণ
সম্পাদক বিমান কুমার রায়, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
আমানুজ্জামান শিউল, প্রমূখ।
আয়োজনে বক্তারা বলেন, বিগত ২০০৫ সালে সারা বাংলাদেশের ৬৩ জেলায় বিএনপি-জামাত সরকারের মদদে এক সাথে সিরিজ বোমা হামলা চালিয়ে বাংলাদেকে একটি অস্থিতিশীল দেশে পরিণত করার পাঁয়তারা চালিয়েছিল। ভবিষ্যতে যাতে এ ধরনের ন্যাক্কারজনক জঙ্গি হামলা না ঘটে সেই জন্য সকল নেতাকর্মীদের সজাগ থাকা এবং কঠোর হস্তে প্রতিহত করার আহ্বান জানিয়ে উক্ত সিরিজ বোমা হামলা দিবস এর আলোচনা সভা শেষ হয়।