নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জেলা পরিষদ মোট ৩৬৮ জন শিক্ষার্থীকে ২৯ লক্ষ ৪৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছে। ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে যেসব শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত হয়েছে সেসব শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়েছে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ জানিয়েছেন, এ বছর জেলায় বিজ্ঞান বিভাগের ২১১ জন, মানবিক বিভাগে ১২৭ জন এবং বানিজ্য বিভাগে ৩০ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়েছে। জেলা পরিষদের শিক্ষা তহবিল থেকে প্রত্যেক শিক্ষার্থীকে ৮ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
সূত্রমতে, উপজেলা ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় বিজ্ঞান বিভাগের ৭১ জন, মানবিক বিভাগে ৩৮ জন ও বানিজ্য বিভাগে ১২ জন, বদলগাছি উপজেলায় বিজ্ঞান বিভাগের ২৫ জন, মানবিক বিভাগের ১২ জন ও বানিজ্য বিভাগের ২ জন, মান্দা উপজেলায় বিজ্ঞান বিভাগের ৩৯ জন, মানবিক বিভাগের ২১ জন ও বানিজ্য বিভাগের ২জন, নিয়ামতপুর উপজেলায় বিজ্ঞান বিভাগের ১৪ জন, মানবিক বিভাগের ৭ জন ও বানিজ্য বিভাগের ৫জন, পত্নীতলা উপজেলায় বিজ্ঞান বিভাগের ৩৮ জন, মানিবক বিভাগের ১৪ জন ও বানিজ্য বিভাগের ২ জন, ধামইরহাট উপজেলায় বিজ্ঞান বিভাগের ৬ জন, মানবিক বিভাগের ৯ জন ও বানিজ্য বিভাগের ১ জন, মহাদেবপুর উপজেলায় বিজ্ঞান বিভাগের ১১ জন, মানবিক বিভাগের ১৫ ও বানিজ্য বিভাগের ৪ জন, রানীনগর উপজেলায় বিজ্ঞান বিভাগের ৩ জন, মানবিক বিভঅগের ৬ জন ও বানিজ্য বিভাগের ২ জন, আত্রাই উপজেলায় শুধু বিজ্ঞান বিভাগের ৪ জন, পোরশা উপজেলায় শুধু মানবিক বিভাগের ৩ জন এবং সাপাহার উপজেলায় শুধু মানবিক বিভাগের ২ জন শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষাবৃত্তির নগদ টাকা বিতরন করা হয়েছে।
শিক্ষাবৃত্তি পেয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছে। উচ্চতর শ্রেণীতে লেখাপড়ার ব্যায় সংকুলান হওয়ার কারনে অভিভাবকদের উপর অনেকাংশে আর্থিক চাপ কিছুটা হলেও কম হবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলঅম মোঃ শাহনেওয়াজ বলেছেন, সরকার দেশে শিক্ষার উপর বিশেষ দৃষ্টি প্রদান করেছে। তারই অংশ হিসেবে বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া সরকারের একটি বড় সফলতা। জেলা পরিষদের এই বৃত্তি শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে।