কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ চেম্বার অব কামর্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর ৩৫তম সাধারনসভা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহষ্পতিবার বেলা ১২টা থেকে শহরের বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নওগাঁ কনভেনশন সেন্টারে এক বর্নাঢ়্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নওগাঁ চেম্বারের সদস্য যারা উপজেলা চেয়ারম্যান, মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাঁদের সম্বর্ধনা প্রদান করা হয়। এ ছাড়াও নওগাঁর কৃতি সন্তান যাঁরা দেশের খ্যাতিমান ব্যাবসায়ী তাঁদের স্বর্নপদক প্রদান করা হয়েছে।
নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছি আসনের সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম ও নওগাঁ-৬ আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।
অনুষ্ঠানের চেম্বার অব কামর্সের নেতৃবৃন্দ ছাড়াও চেম্বারের সদস্য নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল গাফফার, নওগাঁ পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ নজমুল হক সনি, সদর উপজেলার বলিহার ইউনিয়নের চেয়ারম্যান মাশরেফুর রহমান মাহিন, মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল এবং সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাঃ নাহিদা সুলতানা তৃপ্তি বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, সাপাহার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শহজাহান আলী, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মোঃ আজহার আলী, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার, নওগাঁ পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ নজমুল হক সনি, ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান, সদর উপজেলার বলিহার ইউপি চেয়ারম্যান মাশরেফুর রহমান মাহিন, মহাদেবপুর উপজেলার সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, খাজুর ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন, সাপাহার উপজেলার সদর ইউপি চেয়ারম্যান মোঃ সাদেকুল ইসলাম, পোরশা উপজেলার নীতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এনামুল হক, গাঙ্গুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান, বদলগাছি উপজেলার মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, পত্নীতলা উপজেলার পাটিচরা ইউপি চেয়ারম্যান এস এম সবেদুল ইসলাম রনি এবং সান্তাহার ইউপি চেয়ারম্যান মোছাঃ নাহিদা সুলতানা তৃপ্তিকে সম্বর্ধনা দেয়া হয়।
এ ছাড়াও ব্যবসার ক্ষেত্রে অনবদ্য অবদান রাখায় নওগাঁ’র কৃতি সন্তান যাঁরা দেশের খ্যতিমান ব্যবসায়ী তাঁদের মধ্যে রানার গ্রুপের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান খান, ভিয়েলা টেক্সট গ্রুপের চেয়ারম্যান রেজাউল হাসনাত ডেভিড এবং বেলকন গ্রুপের চেয়ারম্যান মোঃ বেলাল হোসেনকে স্বর্নপদক প্রদান করা হয়।