নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার ঐতিহাসিক স্থান সমূহ সর্বসাধারণের পরিদর্শনের লক্ষ্যে টুরিষ্ট বাস চালু হতে যাচ্ছে। গেল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক সভায় টুরিষ্ট বাসের রুট নির্ধারন, ভ্রমনকারীদের জন্য খাওয়াসহ পরিবহন ভাড়া নির্ধারনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান এ সভায় সভাপতিত্ব করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: ইব্রাহিম, জেলা প্রেসক্লাবের সভাপতি মো : কায়েস উদ্দিন, পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদক মোস্তফা কালিমী বাবুসহ এ সম্পর্কিত উপ-কমিটির সদস্যবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন।
ঈদ- উল-ফিতর-এর পরদিন থেকে প্রাথমিকভাবে একটি রুটে পরিবহন চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক প্রতিদিন সকাল ৯টায় মুক্তির মোড় থেকে একটি বাস ছাড়বে। এই বাস মুক্তির মোড় থেকে রওয়ানা হয়ে জাতীয় উদ্যান আলতাদিঘী যাবে। সেখান থেকে ঐ উপজেলার জগদ্দল বিহার-ঐতিহাসিক পাহাড়পুর- হলুদবিহার হয়ে নওগাঁ ফিরে আসবে। ভ্রমনের অংশ হিসেবে আলতা দিঘীতে নাস্তা এবং দুপুরে পাহাড়পুরে দুপুরের খাবার পরিবেশন করা হবে। এ ছাড়াও বিকেলে আবার নাস্তা দেয়া হবে। পাহাড়পুরে পর্যটকদের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এই কর্মসূচীর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে নওগাঁর জেলা প্রশাসন। পরিবহন ভাড়া, দুপুরের খাবার এবং দুইবার নাস্তাসহ জনপ্রতি খরচ নির্ধারন করা হয়েছে।