কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় কোভিড ১৯ প্রাদুর্ভাব কালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোড (বিআরডিবি) আওয়াতাধীন ক্ষতিগ্রস্ত সদস্যেদের মাঝে প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে। এ সময় এ সকল ক্ষতিগ্রস্ত সদস্যদের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়।
মঙ্গলবার বিকালে উপজেলা নির্বার্হী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে উপজেলা কনফারেন্সের রুমে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ বছর মেয়াদী ১৮ কিস্তিতে পরিশোধ যোগ্য ২১ জন সদস্যের মাঝে ২৩ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক, উপজেলা (বিআরডিবি) কর্মকর্তা আফজাল হোসেন, পরিদর্শক সেকেন্দার আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।
এ বিষয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন বলেন, করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৪ শতাংশ সুদে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আওয়াতাধীন ক্ষতিগ্রস্ত সদস্যেদের মাঝে প্রণোদনার এ ঋণ বিতরণ করা হয়। এর মাধ্যমে মাঠ পর্যায়ের পিছিয়ে পড়া ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা করছেন তারা।